কিভাবে ফেসবুক পোস্টে আনলিমিটেড লাইক নেওয়া যায়
লাইক নিতে হলে আইডিটির প্রাইভেসি অবশ্যই পাবলিক হতে হবে। কারন আপনাকে লাইক দিবে অজানা আইডি থেকে যার আপনি ফ্রেন্ড লিস্টে নাই।
সম্পূর্ণ বোঝার জন্য স্কিনসট সহ ফলো করুন।
প্রথমে এই ওয়েবসাইটে যান।
https://yolikers.com/
স্ক্রল করে একটু নিচে যান। Download APK(Direct) এ ক্লিক করুন
Login with Facebook এ ক্লিক করুন
এবার আপনার অ্যাকাউন্ট এর ফোন নাম্বার/ ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Log In করুন।
রিয়েল অ্যাকটিভ আইডি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
লগ ইন সাকসেসফুল হলে আপনাকে ওয়েলকাম জানানো হবে। স্ক্রল করে একটু নিচে যাবেন।
Liker panel এ যাবেন। তার জন্য স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।
এইবার ফেসবুক অ্যাপস ওপেন করে আপনার আইডিতে জান। যে পোস্টে লাইক নিতে চান সেটার লিংক কপি করুন। পোস্ট এর প্রাইভেসি অবশ্যই পাবলিক হতে হবে। এবং পোস্ট এর বর্তমান লাইক সংখ্যা কত সেটাও মনে রাখবেন ।
স্ক্রিনশটে দেখেন, এই পোস্টে লাইক সংখ্যা পাঁচটি।
আবার অ্যাপসের Liker Panel জান। প্রথম ফাঁকা বক্সে পোস্ট লিঙ্ক।
আপনার পোস্টে কি ধরনের লাইক নিতে চান সেটা সিলেক্ট করুন। আমি Like সিলেক্ট করলাম ।
I’m not a robot লেখায় টিক মার্ক করুন। টিক মার্ক করতে সেটার উপরে ক্লিক করুন। হয়তো গুগলের দেওয়া কিছু ক্যাপচার পূরণ করতে হবে।
সবকিছু ঠিকঠাকভাবে করলে Submit আফসানা ক্লিক করে সাবমিট করে দিন।
এরপর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
7 like send অর্থাৎ ৭ টি লাইক পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment